পুরভোটের আগে পালকিতে চড়ে ভোটের প্রচারকার্যে মদন মিত্র!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/12/2021   শেষ আপডেট: 17/12/2021 6:04 p.m.
মদন মিত্র facebook.com/MadanMitraofficial

"১৪৪টি আসনই আমরা জিতে দেখাব" জানিয়ে দিলেন মদন মিত্র

কলকাতা পুরভোটের (KMC Elections 2021) আগেই বাংলার জনগনকে নতুন চমক দিলেন 'কালারফুল' নেতা মদন মিত্র (Madan Mitra)। মদন মিত্র মানেই অভিনবত্ব। ভোটের প্রচারেও তার অন্যথা হল না। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) সামনে পালকি চড়ে ভোটের প্রচার করতে আসেন মদন মিত্র। পালকির সামনে দাঁড়িয়ে হাতে ফুটবল নিয়ে অভিনব কায়দায় ভোটের প্রচারকার্য চালান কামারহাটির বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম জনপ্রিয় নেতা মদন মিত্র।

কলকাতা পুরসভার সামনে পালকিতে চড়ে মদন মিত্রের উপস্থিতি দেখেই ভিড় জমে। আর সকলের উপস্থিতিতে মদন মিত্র দৃপ্ত কন্ঠে বলেন ''শেষবার হয়তো ১৮০০ বা ১৯০০ সালে এসেছিল পালকি। সেটা ছিল অবশ্য রাজাবাহাদুরদের সময়। আবার এক রাজাবাহাদুর নরেন্দ্র মোদি এখন দিল্লিতে ক্ষমতায় রয়েছেন। ওঁরা চড়বেন চপারে আর মানুষকে চড়তে হবে পালকিতে।'' মদন মিত্র যেখানে থাকবেন সেখানে গান হবে না, তা কি কখনো হয়? তাই প্রচারের মাঝেই মদন মিত্র এবং নচিকেতা চক্রবর্তীর ডুয়েট গানও শোনা যায়। কলকাতা পুরভোটের আগেও সেই ভরসা 'খেলা হবে' গান। তাই 'খেলা হবে' গান গেয়ে সকলকে মাতিয়ে রাখেন মদন মিত্র।

ভোটের ফলাফল নিয়ে মদন মিত্র সবসময় ভীষণ আশাবাদী। তাই পুরভোটের আগে প্রচারকার্য চলাকালীন ফুটবল হাতে নিয়ে মদন মিত্র বলেন "আবার হয়তো ১০০ বছর পরে লেখা হবে, ২০২১ সালের ১৭ ডিসেম্বর কলকাতা পুরসভার গেটের সামনে এসেছিল পালকি। আর তা নিয়ে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তবে এটা আমরা ফুটবলের মতো খেলে উড়িয়ে দেব। ১৪৪টি আসনই আমরা জিতে দেখাব।'' মদন মিত্র যেখানে থাকবেন লাইভ করবেন। তাই এই প্রচারকার্যও লাইভ করেন নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে।