ভোটের আগে নজিরবিহীন সিদ্ধান্ত পলিটব্যুরোর, বন্ধ হবে সমস্ত বড় সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/04/2021   শেষ আপডেট: 14/04/2021 11:33 p.m.
facebook.com/cpimcc

নতুন বিকল্প পথ এর ব্যাপারে জানালেন বাম নেতা মহম্মদ সেলিম

করোনাভাইরাসের গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বমুখী কিন্তু সামনেই আরো ৪টি দফার নির্বাচন। তার আগে সমস্ত দল তাদের শক্তি প্রদর্শন করতে ব্যস্ত। তার মধ্যেই এবারে একটি নজিরবিহীন সিদ্ধান্ত নিল বামফ্রন্ট। করোনা বাড়ছে এবং সেই কারণে বামফ্রন্টের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে তারা কোনরকম বড় সমাবেশ আর করবে না ভোটের আগে পর্যন্ত। সিপিএমের পলিটব্যুরো সদস্য মোঃ সেলিম আজকে এই ঘোষণা করে দিলেন। অন্যদিকে তিনি করোনাভাইরাস এর এরকম একটি অবস্থার কথা চিন্তা করে তাদের নতুন কর্মসূচির ব্যাপারে জানিয়ে দিলেন। তিনি বললেন, এবারে বামফ্রন্ট ছোট ছোট সভা করবে। বরং বিকল্প উপায় খুঁজতে শুরু করেছে বামফ্রন্ট। মহম্মদ সেলিম বলেন, "গত ১ বছর ধরে যা করে এসেছি, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, মানুষের হক নিয়ে লড়াই করবো। রেশন এবং খাদ্য পৌঁছে দেওয়া হবে।"

বামফ্রন্টের বিকল্প উপায় নিয়ে মহম্মদ সেলিম বললেন, "বাড়ি বাড়ি গিয়ে প্রচার চলবে। ছোট ছোট গ্রুপে করে প্রচার করা হবে। প্রার্থীরা প্রত্যেক মানুষের বাড়ি যাবেন এবং তাদের সাথে কথা বলবেন এবং প্রার্থীর সাথে থাকবেন হাতেগোনা কয়েকজন মানুষ। পাড়ায়, উঠোনে, বুথে ছোট ছোট করে সভা হবে। মাস্ক এবং স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে রাখা হবে। আমাদের সবাই শারীরিক দূরত্ব যাতে বজায় থাকে তার ব্যবস্থা করতে হবে।" তার পাশাপাশি করোনাভাইরাসের এই বাড়বাড়ন্ত নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন মহম্মদ সেলিম। তার বক্তব্য, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আর একটু বেশি ব্যাপারটা নিয়ে চিন্তিত থাকা উচিত ছিল।