বারাসাতে কৃষকস্বার্থে পথে বাম-কং জোট, রায়গঞ্জে পোস্টার বিতর্কে পদ্ম-ঘাসফুল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/12/2020   শেষ আপডেট: 28/12/2020 9:56 a.m.
তৃণমূল-বিজেপি-কংগ্রেস-বামফ্রন্ট

জেলায় জেলায় রাজনীতি

লাঙল হাতে ট্রাক্টর চেপে অভিনব কৃষকদরদী মিছিলে সামিল হল উত্তর চব্বিশ পরগণার বারাসাতের বাম-কংগ্রেস জোট। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান সহ ব্যপক মিছিলে কৃষি আইন প্রত্যাহারের ডাক দেওয়া হয়। ৩৪ নং জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল এগিয়ে যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বেশ কিছুক্ষণ প্রতিবাদ জানায় তারা। পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে এই আন্দোলন আগামী দিনে বৃহত্তর রূপ নেবে বলেই জোটের ধারনা।

অন্যদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সরকারি স্পোর্টস কমপ্লেক্সে বর্ষবরণের রাতে বহুমূল্যের টিকিটে বারের সুবিধা জানিয়ে একটি পোস্টার ঘিরে বিক্ষোভ জানায় বিজেপি। ৫৩০০ টাকার সবচেয়ে দামী টিকিটের ভিআইপি পাসে মদ্যপানের ব্যবস্থা থাকবে ওই সরকারী স্পোর্টস কমপ্লেক্সে। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর মতে খেলার জায়গায় মদের আসর বসানো চরম নিন্দনীয় এবং এর বিরুদ্ধে বৃহত্তর গণ-আন্দোলনে নামবে বিজেপি বলেই হুঁশিয়ারি দেন। যদিও এতে তৃণমূল বিশেষ পাত্তা দিতে রাজি নয়।