জমির নথি ছাড়াই মিলবে কৃষকবন্ধু সুবিধা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/12/2020   শেষ আপডেট: 29/12/2020 7:56 a.m.
চাষাবাদ

স্ব-ঘোষণাপত্রই যথেষ্ট

সোমবার বোলপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষকবন্ধু প্রকল্প সংক্রান্ত এক নতুন সিদ্ধান্ত গৃহীত হয় যাতে এতদিন বঞ্চনায় থাকলেও বর্তমানে লাভবান হবেন বহু মিউটেশন বা জমিদলিলহীন কৃষক। জমির নথিভুক্তিকরণ ছাড়া এতদিন যে সাহায্য পাওয়া যেতনা এবার তা উপলব্ধ হবে স্ব-ঘোষণাপত্রেই।

এদিনের আলোচনায় উঠে এসেছে বর্তমানে রাজ্যের প্রায় ৫২ লক্ষ কৃষিজীবী এই সুবিধা পাচ্ছেন এবং প্রায় ২০ লক্ষ কৃষক এখনও এর আওতাভুক্ত হননি। তাই এবার 'দুয়ারে সরকার' কর্মসূচিতে স্ব-ঘোষণাপত্র বা সেল্ফ ডিক্লারেশন দিয়ে অবিলম্বে কৃষকবন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন তারা। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও এদিন জানান 'দুয়ারে সরকার' কর্মসূচির দ্বারাও যে ২.৮২ লক্ষ কৃষকবন্ধুর আবেদন জমা পড়েছে তার মধ্যে ২.২৪ লক্ষ মানুষ ইতিমধ্যেই তা পেয়েছেন। 'দুয়ারে সরকার' কর্মসূচিতে বাড়তি কর্মী নিয়োগ সহ প্রক্রিয়াকে আরও সরলীকৃত করতে হবে, এমনটাও উঠে এসেছে সোমবারের বৈঠকে। রাজ্যের প্রধান বিরোধী বিজেপি অবশ্য একে ভোটের আগে কৃষক-রাজনীতি বলেই তোপ দেগেছে শাসকদলের বিরুদ্ধে।