মমতার হলফনামা বিবেচনা করা হবে, নারদ মামলায় সাফ জানালো হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/06/2021   শেষ আপডেট: 10/06/2021 7:13 a.m.
twitter.com/BanglarGorboMB

প্রথমদিকে হলফনামা একেবারেই গ্রহণ করতে না চাইলেও পরবর্তীতে বিষয়টি বিচার বিবেচনা করার আশ্বাস দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতিরা

হাইকোর্টে দাখিল করতে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা গ্রহণ করতে চাইল না কলকাতা হাইকোর্ট, আর যার জেরে আদালতের সঙ্গে রাজ্যের সংঘাত আরো চরমে উঠল। বুধবার এডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী রাকেশ দ্বিবেদী মুখ্যমন্ত্রীর হলফনামা জমা দিতে গিয়েছিলেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। কিন্তু সেই সময় ওই হলফনামা ফিরিয়ে দেওয়া হয়। তবে চাপের মুখে পড়ে পরবর্তীতে ওই হলফনামা নিয়ে বিচার করার কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রথমে মামলা বর্তমান পরিস্থিতি বিচার করে প্রধান বিচারপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হলফনামা গ্রহণ করতে চায়নি। রাজ্যের তরফে এজি বলেন, "এখন হলফনামা জমা দেওয়া যাবে না বলা হচ্ছে কিন্তু আইন তা বলে না। নিয়ম অনুযায়ী মামলার চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার অধিকার রয়েছে।"

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, ২৪ মে নোটিশ জারি করার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে হলফনামা জমা দিয়েছিল সিবিআই। তারপরের হলফনামা জমা পড়েছিল ২ জুন, আর এখন আরেকটা হলফনামার গল্প আসছেই বা কেনো? তার উত্তরে বলা হয়, ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার আবেদন হতে পারে। তারপরেই হলফনামা নিয়ে বিতর্ক চরমে উঠল কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিষয়টি সামলানোর জন্য জানিয়ে দেওয়া হয়, হলফনামা জমা দেওয়া হবে কিনা তা নিয়ে পরে আবার তর্ক হবে এখন মামলার কাজ হোক।