জবরদখলকারী বনাম রায়ত জমির মালিক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/10/2020   শেষ আপডেট: 13/10/2020 1:56 p.m.

সংঘর্ষ খড়্গপুরে

দখল করা ফুটপাতে দোকান সাজিয়ে পেটের ভাত জোগাড় করেন এ রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। আবার এ নিয়ে রায়ত জমির মালিকদের সঙ্গে বিরোধও চেনা ঘটনা। সেই বিরোধ এবার সংঘর্ষে গড়াল রবিবার, খড়্গপুরে ইন্দার ওটি রোডে। গ্রেপ্তার হলেন দু'পক্ষের ৮ জন।

১২০ ফুটের ওটি রোডের ৯০ ফুটই চলে গিয়েছিল জবরদখলকারীদের দখলে। গত কয়েক বছরে দফায় দফায় রাস্তা চওড়া করার কাজ হয়েছে। সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে খালি করা রাস্তা দখল করে দলীয় অফিসসহ দোকান বসানো। সংগঠন গড়ে এর বিরুদ্ধে দাঁড়ান এলাকার রায়ত জমির মালিকরা। তাঁদের বক্তব্য, এর ফলে ঢেকে যাচ্ছে তাঁদের সদর দরজা ও বাড়ির সামনের দোকানগুলি।

রবিবারে এ নিয়ে সংঘর্ষ বাধে দু'পক্ষের। অভিযোগ, এলাকার তৃণমূল নেতারা জবরদখলকারীদের পাশে এসে দাঁড়ান। শেষে পুলিশ এসে দু'পক্ষের আটজনকে গ্রেপ্তার করলে অশান্তি থামে। তৃণমূল নেতারা বলেন, এই মানুষগুলো দীর্ঘদিন ফুটপাতে ব্যবসা করছেন। রাস্তা চওড়া করতে জমিও ছেড়েছেন তাঁরা। এখন ট্রলিতে ব্যবসা করতে না দিলে এঁদের পেট চলবে কী করে!