হাওড়ায় চালু হবে আইনি সহায়তা কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/01/2021   শেষ আপডেট: 03/01/2021 10:39 a.m.
আইনকানুন @pixabey

জনস্বার্থমূলক পদক্ষেপ

টুকিটাকি থেকে বড়সড় নানান আইনি সমস্যা নিয়ে বারবার আদালতের দ্বারস্থ হওয়া বড় সময়সাপেক্ষ ও সমস্যাদায়ক। তাই আইন সংক্রান্ত জটিলতা সমাধানে এবার হাওড়ায় শুরু হল আইনি সহায়তা কেন্দ্র। নানান বিবাদ বিপত্তির নিষ্পত্তির জন্য আদালতের বিকল্প হিসেবে গড়ে তোলা হয়েছে এই কেন্দ্র।

শনিবার হাওড়ার জেলাশাসকের বাংলোর পাশেই কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও সুব্রত তালুকদারের তত্ত্বাবধানে এই কেন্দ্রের শুভ সূচনা হয়। অনেক ক্ষেত্রেই আদালতে আসার দরকার হয়না, এবং সেক্ষেত্রে আইনজীবীর সহায়তায় এই সমস্ত সহায়তা কেন্দ্রেই দেওয়ানী ও ফৌজদারী সমস্যার সমাধান করতে পারবে সাহায্যপ্রার্থীরা। তিন কাঠা জমির ওপর এক কোটি কুড়ি লক্ষ টাকা ব্যয়ে এই ভবন নির্মিত হয়েছে। মামলার শুনানিতে দেরী হলে এখানেই মিটিয়ে ফেলতে পারবে জনগণ। হাওড়ার জেলা জজ শম্পা দত্ত পালের মতে হাওড়া আদালতের ঘরে পর্যাপ্ত জায়গা না থাকায় এখানেই গড়ে তোলা হয়েছে ভবনটি। এমন একটি জনকল্যাণমূলক উদ্যোগে স্বভাবতই খুশি হাওড়াবাসী।