মালদা থেকে গ্রেপ্তার বাংলাদেশি জেএমবি জঙ্গি, বিশেষ আদালতে তোলা হবে আজকেই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/05/2021   শেষ আপডেট: 30/05/2021 4:21 p.m.

৮ দিন ধরে বাংলাদেশ থেকে পালিয়ে মালদায় আত্মগোপন করেছিল জঙ্গিরা

ফের বাংলা থেকে গ্রেফতার হল এক জেএমবি (JMB) জঙ্গী। বাংলাদেশের (Bangladesh) নাগরিক রুবেল হোসেন (Rubel Hossain) নামক এক যুবক প্রায় ৮ দিন ধরে মালদহে (Malda) লুকিয়ে ছিল। তবে শেষরক্ষা হয়নি আর। শনিবার রাতে মালদহের সাহাপুর এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে ওই জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, "ওই যুবক বাংলাদেশের নওগাঁর বাসিন্দা। দীর্ঘদিন ধরেই জঙ্গী সংগঠনের সাথে যুক্ত ছিল। সম্প্রতি বাংলাদেশে ধরপাকড় শুরু হওয়ায় সে এবং তার সঙ্গীরা ভারতে চলে আসে। মালদহের সাহাপুরে এক গোপন ডেরায় তারা নিজেদের আত্মগোপন করে। গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে পুলিশ একটি বাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকে রুবেলকে গ্রেপ্তার করে। তার বাকি সঙ্গীরা পরিস্থিতি বুঝে পালিয়ে যায়। তাদের খোঁজ চলছে।"

জানা গিয়েছে, আজ অর্থাৎ রবিবার বিশেষ আদালতে তোলা হবে ধৃত জেএমবি জঙ্গির রুবেলকে। তার সম্বন্ধে তথ্য জানার জন্য বাংলাদেশে প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই এসটিএফ মুর্শিদাবাদ ও বীরভূম থেকে একাধিক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে। তাদের থেকে ল্যাপটপ, ম্যাগাজিন, মোবাইল বাজেয়াপ্ত করা হয়। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। রুবেলের সঙ্গীরা দ্রুত ধরা পড়বে বলে আশা করছে স্থানীয় পুলিশ।