আত্মহত্যা ছাড়া উপায় নেই, অনুমতি চেয়ে জেলাশাসককে চিঠি ঠিকাকর্মীদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/11/2020   শেষ আপডেট: 06/11/2020 4:35 p.m.
-

ঠিকাকর্মীরা আত্মহত্যা করে ‘বাঁচার অযোগ্য জীবন’ থেকে অব্যহতি পাওয়ার অনুমতি চেয়েছেন

দুর্বিষহ হয়ে উঠেছে জীবন৷ তাই জেলাশাসককে চিঠি লিখে আত্মহত্যার অনুমতি চাইলেন ঠিকাকর্মীরা৷ ঘটনা ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের৷ সেখানে ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, সুপারভাইজার ও সিকিউরিটির কাজ করেন ১৪৬ জন ঠিকাকর্মী৷ একটি বেসরকারি সংস্থার অধীনে নিয়োগ হয়েছে তাঁদের৷ তিন শিফটে হাড়ভাঙা খাটুনি৷ অথচ নেই নিয়মিত বেতন, নেই ছুটি৷ পুজোর বোনাস দূর অস্ত, গত চার বছরে এক পয়সাও বেতন বাড়েনি৷ আবার চাকরির স্থায়িত্ব বলেও কিছু নেই৷ অথচ তাঁরা না এলে হাসপাতাল অচল৷

এই পরিস্থিতি থেকে রেহাই পেতে সরাসরি স্বাস্থ্য দপ্তরের অধীনে কাজ করতে চেয়ে বহুবার আবেদন করেছেন কর্মীরা৷ কিন্তু হেলদোল নেই প্রশাসনের৷ প্রশাসন জানিয়েছে, বেসরকারি নিয়োগ সংস্থার সঙ্গে চুক্তি করে স্বাস্থ্য দপ্তর৷ সংস্থার অধীনে থাকা ঠিকাকর্মীদের ব্যাপারে তাদের কিছু করার নেই৷ এই অবস্থায় অসহায় ঠিকাকর্মীরা বুধবার জেলাশাসকের কাছে চিঠি লিখে আত্মহত্যা করে ‘বাঁচার অযোগ্য জীবন’ থেকে অব্যহতি পাওয়ার অনুমতি চেয়েছেন৷ বিষয়টি রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে জানানো হবে কিনা, সে বিষয়ে জেলাশাসক সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন৷