Tapan Kandu: তপন কান্দু হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/04/2022   শেষ আপডেট: 06/04/2022 10:17 a.m.
https://www.facebook.com/tapan.kandu.56

আজ কংগ্রেসের ডাকে ঝালদায় ১২ ঘন্টার বনধ, বন্ধ বাজার-হাট, চলছে পুলিশি টহল

পুরুলিয়ার (Purulia) ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu) হত্যার ঘটনায় নয়া চাঞ্চল্য। বুধবার সকালে উদ্ধার হল ঘটনার প্রত্যক্ষদর্শী তপন কান্দুর ঘনিষ্ঠ বন্ধু নিরঞ্জন বৈষ্ণবের দেহ। এদিন সকালে নিজের বাড়ি থেকেই উদ্ধার হল ঝুলন্ত দেহ। সঙ্গে সুইসাইড নোট। কাকতালীয় ভাবে আজকেই কংগ্রেসের ডাকে ঝালদায় চলছে ১২ ঘন্টার বনধ। অন্যদিকে আজকেই ঘটনাস্থলে পৌঁছাতে পারে সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দল। সব মিলিয়ে তপন কান্দু হত্যাকাণ্ডের ঘটনায় নয়া বিতর্ক তৈরি হল, বলছেন রাজনৈতিক মহল।

মৃত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর উপর পুলিশি হেনস্থার প্রতিবাদে আজ ঝালদায় ১২ ঘন্টার বনধ ডেকেছে কংগ্রেস। সকাল থেকেই গোটা ঝালদা এলাকা থমথমে। বন্ধ দোকান-বাজার। চলছে পুলিশি টহলদারি। এর মধ্যেই বুধবার সকালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। তপন কান্দু হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী এবং প্রত্যক্ষদর্শীও বটে, সেই নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ মিলল বাড়ি থেকে। সঙ্গে মিলেছে একটি সুইসাইড নোট। তাতে স্পষ্ট মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘটনার অন্যতম সাক্ষী নিরঞ্জন বৈষ্ণব আত্মহত্যা করেছেন। এই ঘটনায় যে নতুন বিতর্ক তৈরি হল, বলাই বাহুল্য।

এদিকে কলকাতা হাইকোর্ট তপন কান্দু হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। আজ দুপুর নাগাদ ঝালদায় পৌঁছাতে পারে সিবিআইয়ের বিশেষ দল। ঘটনার সরেজমিনে তদন্ত করবেন তাঁরা। আর কাকতালীয় ভাবে আজকেই তপন কান্দু হত্যাকাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর ঘটনায় নয়া চাঞ্চল্য ছড়াল।