গাড়িতে চলছিল গানের আসর, আচমকাই ধাক্কা, প্রাণ গেল ২ বাউল শিল্পীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/05/2022   শেষ আপডেট: 09/05/2022 12:20 p.m.

গুরুতর আহত আরও ৬, সকলেই নদিয়ার বাসিন্দা

গাড়িতে তখন চলছিল খোল, করতাল সহযোগে কীর্তনের আসর। এক বাউল গানের দল এক জায়গার অনুষ্ঠান সেরে আর একটি আসরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাঝপথে আচমকাই গাড়ি টলমল। পরিস্থিতি আঁচ করার আগেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু, গুরুতর আহত আরও কয়েকজন।

ঘটনাস্থল জলপাইগুড়ির রায়গঞ্জ। সূত্রের খবর, নদিয়ার এক বাউল দল কোচবিহারের তুফানগঞ্জের অনুষ্ঠান সেরে ফিরছিলেন। রায়গঞ্জের জটিয়াকালি এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির সামনের অংশটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। গাড়ির সামনে বসা দু'জনের শরীর গাড়ির সঙ্গে আটকে যায়। বাকি লোকজন গুরুতর আহত। স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গাড়ির গতিবেগ ছিল যথেষ্ট বেশি। গাড়িতে তখন খুশির মেজাজে চলছিল গানের আসর। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে। কিন্তু নিয়ন্ত্রণ হারানোর কারণ এখনও স্পষ্ট নয়। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। চলছে চিকিৎসা।