ভেস্তে গেল গেরুয়া শিবিরের আমন্ত্রণ, 'পুরস্কৃত' হয়ে ঘাসফুলেই জমি আকড়ে শতাব্দী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/01/2021   শেষ আপডেট: 17/01/2021 4:05 p.m.
শতাব্দী রায়

ভোটের আগেই তৃণমূল রাজ্য কমিটির সহ সভাপতি হলেন শতাব্দী

শাষক দলের তরফে 'পুরস্কৃত' হয়ে তৃণমূল রাজ্য কমিটির সহ সভাপতি করা হলেন শতাব্দী। পাশাপাশি একই পদে দায়িত্ব পেলেন মোয়াজ্জেম হোসেন ও শঙ্কর চক্রবর্তী।

নতুন পদের দায়িত্ব পেয়ে এদিন শতাব্দী বলেন, ‘"আমি খুব খুশি যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কর্মী হিসেবে যে কাজটা করে এসেছি এবং করছি সেটাকেই স্বীকৃতি দেওয়া হল। আমাকে আগামীদিনে আরও কাজ করতে হবে। দলের কাছে, অভিষেকের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। কারণ, তাঁরা এটা মনে করেছেন যে, আমি সক্রিয়ভাবে রাজনীতি করতে পারবো এবং করতে চাই।"

প্রসঙ্গত, মাত্র কয়েকটা দিন আগেই শতাব্দীর বিজেপিতে যোগদানের গুঞ্জনকে ঘিরেই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। শুভেন্দু অধিকারীর মতোন তিনিও কি যোগ দিচ্ছেন বিজেপিতে? গত বৃহস্পতিবার থেকে এই জল্পনাতেই সরগরম ছিল রাজ্য রাজনীতি। 

প্রসঙ্গত, দিল্লি গিয়ে অমিত শাহ'র সাথে সাক্ষাতের কথা ছিল শতাব্দীর। এরপরেই গেরুয়া শিবিরে যোগ দেবার জন্য আমন্ত্রণও পান তিনি। তবে সেই সকল পরিকল্পনার অবশেষে অবসান ঘটিয়ে নতুন পদে বসলেন বীরভূমের তিনবারের সাংসদ।