বাংলায় এবার দূরপাল্লাকে থামতে হবে অতিরিক্ত ১৩টি স্টেশনে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/02/2021   শেষ আপডেট: 16/02/2021 12:37 p.m.

ভোটের আগে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, অভিযোগহীন মসৃণ রেল-যোগ চায় কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা অনুযায়ী আরও মসৃণ হবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দূরপাল্লার যোগাযোগ। অতিরিক্ত ১৩ টি স্টেশন যেগুলিতে এতদিন দূরপাল্লার ট্রেন থামতো না, সেগুলিতেও থামানো হবে দূরপাল্লার ট্রেন। যদিও রাজ্যের শাসকদল একে ভোটের রাজনীতি বলে কটাক্ষ করলেও এটি যে যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনেই করা হয়েছে, সওয়াল বিজেপির। একনজরে দেখে নেওয়া যাক কোন এক্সপ্রেস কোন স্টেশনে কবে থেকে থামবে,

১) ১৫ই ফেব্রুয়ারি থেকে কলকাতা-বালুরঘাট-তেভাগা এক্সপ্রেস থামবে রামপুর বাজারে ও শিয়ালদহ-আদিপুরদুয়ার-কাঞ্চনকন্যা এক্সপ্রেস থামবে বানারহাট স্টেশনে। ২) ১৬ই ফেব্রুয়ারি থেকে হাওড়া-গুয়াহাটি-সরাইঘাট এক্সপ্রেস থামবে ফালাকাটায়, পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস থামবে ঝাড়গ্রামে, পুরী-আনন্দবিহার নীলাচল এক্সপ্রেস থামবে ঝাড়গ্রামে, হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস থামবে ঝাড়গ্রামে, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস থামবে ওন্দাগ্রামে। ৩) ১৭ই ফেব্রুয়ারি থেকে বালুরঘাট-শিলিগুড়ি এক্সপ্রেস থামবে নকশালবাড়িতে, হাওড়া-চক্রধরপুর স্পেশ্যাল থামবে গড়বেতা; বিষ্ণুপুর ও ওন্দাগ্রামে। ৪) ১৯শে ফেব্রুয়ারি থেকে নিউজলপাইগুড়ি-এমজিআর চেন্নাই এক্সপ্রেস থামবে আলুয়াবাড়ি রোডে। ৫) ২০শে ফেব্রুয়ারি থেকে শিয়ালদহ-নিউআলিপুরদুয়ার এক্সপ্রেস থামবে ডালখোলাতে।