বারুইপুরে মধ্যরাতে বিদ্যুতের খুঁটিতে পিক আপ ভ্যানের ধাক্কা, বলি ৬

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/08/2021   শেষ আপডেট: 02/08/2021 9:47 a.m.

ঘটনায় আহত কমপক্ষে ১৭ জন, এলাকায় শোকের ছায়া

গতকাল মধ্যরাতে ভয়াবহ পথ দুর্ঘটনার (Road Accident) সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর (Baruipur)। এই ঘটনায় নিহত ৬ এবং আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। রবিবার মধ্যরাতে বারুইপুরের বকুলতলা বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

সূত্রের খবর, রবিবার মধ্যরাতে একদল শ্রমিক হাওড়া স্টেশনে ট্রেন ধরতে আসছিলেন। উদ্দেশ্য ভিন্ রাজ্যে কাজ করতে যাওয়া। সেই মোতাবেক একটি পিক আপ ভ্যানে অন্তত ২৭ জন শ্রমিক যাচ্ছিলেন। বারুইপুর বকুলতলা বাজার সংলগ্ন এলাকায় এসে রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ধাক্কা মারার পর পাশের নয়ানজুলিতে পড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই ৬ জন শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৭ জন শ্রমিক। আহতদের স্থানীয় নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে আসে বকুলতলা থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চলছে।

মৃত শ্রমিকদের অধিকাংশই কুলতলির বাসিন্দা। তাঁরা তামিলনাড়ুতে কাজের সন্ধানে যাচ্ছিলেন বলে খবর। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করেছে। ঘটনার প্রকৃত কারণ খোঁজার চেষ্টা চলছে। স্থানীয় বারুইপুরের বাসিন্দা সৌমেন হালদার জানিয়েছেন, "এই পিক আপ ভ্যানগুলি চালানোর সময় স্পিড নিয়ন্ত্রণে থাকে না। অধিকাংশ চালক আদৌ ড্রাইভিং লাইসেন্স রয়েছে কীনা সন্দেহ। পাশাপাশি গাড়ির ইঞ্জিনেও সমস্যা থাকে। তারপরও নিয়ন্ত্রণের বাইরে গাড়ি চালানো হয়। এরফলে মুহুর্মুহু এই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের উচিত এগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা। তা নাহলে এমন মর্মান্তিক দুর্ঘটনা আটকানো যাবে না।"