লোকাল ট্রেন ছাড়াও বিধিনিষেধে এল আরও শিথিলতা, দেখুন নবান্নের নয়া বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/10/2021   শেষ আপডেট: 29/10/2021 5:37 p.m.
-

আগের মতোই রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু

কাল বাদে পরশু থেকেই চলবে লোকাল ট্রেন। আগামীকাল উঠছে বিধিনিষেধ। তবে পুরোপুরি নয়। এবার বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করে দিল রাজ্য সরকার। আর বেশ কিছু ক্ষেত্রেই এল ছাড়। এদিন শুক্রবার লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়ার পরেই, আরও বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দিয়েছে নবান্ন। জারি হয়েছে নয়া বিজ্ঞপ্তি। তাতে বলা হয়েছে, নাইট কার্ফু না উঠলেও কোচিং সেন্টার খোলা এবং শপিং মল, সিনেমা হল ও সামাজিক অনুষ্ঠানের মতোন কর্মসূচিতে এসেছে নানান শিথিলতা।

এক নজরে দেখে নিন কোন কোন নিয়ম শিথিল হল-

● সরকারি ও বেসরকারি সংস্থায় ১০০ শতাংশ কর্মীর উপস্থিতি।

● সিনেমা হল, মঞ্চ, অডিটোরিয়াম, স্টেডিয়ামে ৭০ শতাংশ দর্শকে ছাড়। সিনেমা হল খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত।

● শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তরাঁ, বার, স্পা, কোচিং সেন্টার ও জিমে ৭০ শতাংশ উপস্থিতি।

● সিরিয়ালের শুটিং, অডিশন, অডিও রেকর্ডিংয়ে ৭০ শতাংশ কলাকুশলীকে ছাড়। সিনেমা, সিরিয়ালের শুটিং করা যাবে আউটডোরে।

● বিয়েবাড়ি ও খোলা জায়গায় অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে ৭০ শতাংশ জনতার উপস্থিতিতে ছাড় দেওয়া হয়েছে।

আগের মতোই রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। তবে কালীপুজো উপলক্ষে ২ থেকে ৫ নভেম্বর এবং ছটপুজোয় ১০ থেকে ১১ নভেম্বর নাইট কার্ফুতে ছাড় মিলবে।