কেন্দ্র অনুমতি দিলেই ১২ বছর বয়সের ওপর শুরু হবে টিকাকরণ, বলছেন ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/01/2022   শেষ আপডেট: 08/01/2022 11:07 p.m.
Facebook@firhadhakim

ফিরহাদ বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১২ বছর বয়সীদের টিকা দেওয়ার অনুমতি দিয়েছে, তাহলে আমরা পিছিয়ে থাকবো কেনো?

পশ্চিমবঙ্গে কবে থেকে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে? এই প্রশ্ন রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বার উঠে এসেছে। এবারে কম বয়সী টিকাকরণের দাবি নিয়ে কেন্দ্রকে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। শনিবার একটি সাংবাদিক বৈঠকে কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, কেন্দ্রের অনুমতি পেলেই রাজ্যে ১২ বছর বয়স থেকে কিশোর-কিশোরীদের টিকাকরন করা শুরু করবে রাজ্য সরকার। এছাড়াও ফিরহাদ হাকিম বললেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১২ বছর বয়স থেকে টিকা দেওয়ার অনুমতি দিয়েছে। আমরা কেন পিছিয়ে থাকব? কেন্দ্রের অনুমতি পেলেই টিকাকরণ শুরু করা হবে রাজ্য সরকারের তরফ থেকে।'

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই ১২ বছর বয়স থেকে টিকাকরণের অনুমতি দিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ভারত সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ দেওয়া হয়নি এই মর্মে। গত ৩ জানুয়ারি থেকে গোটা দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এবারে রাজ্য সরকারের তরফ থেকে দাবি জানানো হলো ১২ বছর বয়সীদের টিকাকরণ করানোর। অন্যদিকে কলকাতার মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ বলছেন, মোট ২.৫ লক্ষ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে কলকাতা। ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছরের বয়সিদের করোনা টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে।