রাস উৎসব উপলক্ষে মূর্তি ভাঙচুর, তীব্র চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/11/2021   শেষ আপডেট: 17/11/2021 12:30 p.m.
https://www.facebook.com/Laxmi-Studio-Sarapul-Swarupnagar-743286-107423588393546/

উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের ঘটনায় বাংলাদেশের ছায়া, ব্যাপক উত্তেজনা

দেবদেবীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগণার (North 24 Parganas) স্বরূপনগরে। অনেকেই বলছেন বাংলাদেশের (Bangladesh) ছায়া। গোটা ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। তবে কে বা কারা এমন ঘটনা ঘটাল তা এখনও অজানা। স্বরূপনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের সারাপুল এলাকার ঘটনা এটি। সামনেই রাস উৎসব। সেই উপলক্ষে তৈরি হয়েছিল দেবদেবীর মূর্তি। এলাকাবাসীরা বুধবার সকালে ঘুম থেকে উঠেই দেখেন অনেক দেবদেবীর মূর্তি ভাঙা। কোন দেবদেবীর মাথা কাটা তো কারোর হাত ভাঙা। এ দৃশ্য দেখার পর এলাকাবাসীরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ জানান। যদিও গোটা ঘটনাটি কীভাবে ঘটল তা নিয়ে ধন্ধে আছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা সারাপুল রোড অবরোধ করেন বলেও খবর।

উল্লেখ্য, গত অক্টোবরে দুর্গাপুজোর সময় বাংলাদেশের কুমিল্লায় মূর্তি ভাঙার ঘটনা ঘটে। মণ্ডপে কোরান শরীফ রাখার অভিযোগ উঠেছিল। যদিও দেখা যায় মূল অভিযুক্ত ইসলাম ধর্মের। তার আগে বাংলাদেশের বহু এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে সেনা নামাতে হয়েছিল। গোটা ঘটনায় বহু মানুষকে গ্রেফতার করা হয়। ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যিনি ঘটনার মূলচক্রী বলে খবর। তবে বাংলাদেশের পর সীমান্ত লাগোয়া উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের ঘটনায় ফের তীব্র চাঞ্চল্য ছড়াল।