'দলবদলুদের সবাইকে বাদ দেব', দিলীপ ঘোষের পোস্ট টেনে শুভেন্দুকে খোঁচা কুনালের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/11/2021   শেষ আপডেট: 01/11/2021 12:52 p.m.
শুভেন্দু মমতা দিলীপ facebook.com/AITCofficial/, /dilipghoshbjp/, /SuvenduWB

"অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন" : দিলীপ ঘোষ

পূর্বাভাস অনুযায়ী গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মুকুল থেকে বাবুল, একের পর এক নেতা-মন্ত্রী নিয়ে ঘর আলো হচ্ছে তৃণমূলের। অন্যদিকে, ভাঙন রোধ করতে ব্যর্থ বিজেপি। কাল এই ইস্যুতেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেছিলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ কিংবা তথাগত রায় থেকে শুভেন্দু অধিকারী, সকলেই নিজেদের বক্তব্য পেশ করেছিলেন কাল।

দলবদলুদের প্রসঙ্গে দিলীপ ঘোষ নিজের ফেসবুক ওয়ালে লিখেছিলেন, "অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন। তাঁরা উৎপাত করছেন। সবাইকে বাদ দেব। এরা চায় না বিজেপি শক্তিশালী হোক।"

এবার এই পোস্টকেই হাতিয়ার করে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

দিলীপের পোস্টটি রিটুইট করে কুণাল লেখেন, "শুভেন্দুর প্রতি দিলীপদার খোলা চিঠি।" দিলীপ ঘোষের পোস্টের পাল্টা যুক্তি দিয়ে, শুভেন্দুকে কুণাল মনে করালেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তিনিও।