উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাসে কাটছাঁটের সিদ্ধান্ত পর্ষদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/10/2020   শেষ আপডেট: 13/10/2020 4:23 p.m.
-

২০২১ এ উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি এখনও প্রকাশিত নয়

উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সরকারি ভাবে ঘোষিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুমোদনের পর। পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিকে মোট ৩১টি বিষয় পড়ানো হয়। এই পাঠ্যক্রম অনুযায়ী কতগুলো বিষয়কে সিলেবাস থেকে বাদ দেওয়া হবে তা নিয়ে সংসদের আধিকারিদের আলোচনার হয় এবং বলা হচ্ছে সিলেবাসের ৩০- ৩৫ শতাংশ কমানো হবে।

তবে এবিষয়ে সরাসরি এখনও পর্যন্ত কিছু জানানি সংসদের সভাপতি মহুয়া দাস। বিশেষ সূত্রে জানা গেছে আগামী সপ্তাহের মধ্যেই পরিবর্তিত পাঠ্যক্রম প্রকাশ করা হবে। যাতে স্কুল খুললে নির্দিষ্ট সময়ের মধ্যেই সিলেবাস শেষ করা যায়।