নিম্নচাপের জেরে ভারী বর্ষণের পূর্বাভাস বাংলায়

রিচা রায়
প্রকাশিত: 09/10/2020   শেষ আপডেট: 09/10/2020 5:38 p.m.

পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যেও জারি হয়েছে সতর্কতা

আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী সপ্তাহে উত্তর আন্দামান এবং বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ রেখা সৃষ্টি হতে চলেছে। এবং সেই নিম্নচাপ রেখার প্রভাবেই পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

একটি নিম্নচাপ রেখা উত্তর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হবে। সেখান থেকে ১১ অক্টোবর নাগাদ ওড়িশা এবং অন্ধ্র উপকূলে পৌঁছবে। এর ফলে ওই সমস্ত উপকূল অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দ্বিতীয় রেখাটি ১৪ই অক্টোবর নাগাদ তৈরি হবে। এবং ঘুর্ণিঝড়ের আকার ধারণ করবে।