প্রবল বর্ষণে ফুঁসছে তোর্সা, নদীর স্রোতে তলিয়ে গেল দুই শিশু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/10/2021   শেষ আপডেট: 20/10/2021 7:41 p.m.

তল্লাশি চললেও এখনও পর্যন্ত হদিশ পাওয়া যায়নি একজনেরও

একটানা বৃষ্টিপাতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলাগুলি। বৃষ্টির জেরে পার্বত্য অঞ্চলে নেমেছে ধস। তিস্তা-তোর্সা সহ একাধিক নদীর জল বইছে বিপদসীমার উপরে। আর এই দুর্যোগের মাঝেই মর্মান্তিক ঘটনা ঘটল আলিপুরদুয়ারে। তোর্সার প্রবল স্রোতে তলিয়ে গেল একই পরিবারের দুই শিশু। দুই শিশুর খোঁজে পুরোদমে উদ্ধারকাজ চললেও খোঁজ মেলেনি তাদের একজনেরও।

জলের তোড়ে ভেসে যাওয়া দুই শিশুর বাড়ি ভূটান লাগোয়া জয়গাঁ এক নম্বর পঞ্চায়েতের ছোটো মেচিয়াবস্তি এলাকা। সূত্রের খবর, সেখানকার বাসিন্দা সফিক আনসারির ৮ এবং ১০ বছর বয়সী দুই কন্যাসন্তান শৌচকর্ম করতে নদীতে নেমেছিল। সে সময়ে প্রবল বেগে ফুঁসছে তোর্সা। এমন সময় আচমকাই নদীর পাড় ভেঙে প্রবল জলে তলিয়ে যায় দুই শিশু। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন দুই শিশুকে বাঁচানোর চেষ্টা করলেও অসমর্থ হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়গাঁ থানার পুলিশ। ফুঁসতে থাকা নদীতে স্পিডবোট নামিয়ে দুই শিশুর খোঁজে তাঁরা শুরু করেন তল্লাশি। তবে এখনও পর্যন্ত তাদের একজনেরও সন্ধান পাওয়া যায়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছেন শিশুদের পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে এলাকাতেও।