নদীয়ায় ঝুলন্ত দেহ, দলের কর্মী দাবী করে বিক্ষোভ বিজেপির

স্পন্দন চট্টোপাধ্যায়
প্রকাশিত: 02/11/2020   শেষ আপডেট: 02/11/2020 2:37 p.m.
প্রতীকী ছবি @pixabay

সোমবার ১২ ঘণ্টা কল্যাণী বন্ধের ডাক

রাজ্যে ফের এক অস্বাভাবিক খুনের ঘটনা, আর তাকে কেন্দ্র করে রাজনীতিতে উত্তপ্ত নদীয়ার কল্যাণী। রবিবার সকালে কল্যাণীর গয়েশপুর এলাকার একটি আমবাগান থেকে বিজয় শীল নামে এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

এরপরই রাজ্য বিজেপির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করে সোমবার ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। রবিবার কল্যাণী থানায় পুলিশ কর্তৃপক্ষের সাথে বিজেপি নেতা শুভ্রাংশু রায় এ বিষয়ে আলোচনা করেছেন, এ ছাড়া প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এ ঘটনায়। যদিও, তৃণমূলের দাবী, বিজয় শীল বিজেপি কর্মী ছিলেন না, বরং তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন। এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।