"বাংলায় নেই নারীসুরক্ষা, হাইকোর্টে চলছে বাকবিতণ্ডা", মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপাল ধনখড়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/04/2022   শেষ আপডেট: 13/04/2022 5:36 p.m.
মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ধনকর ~

একের পর এক ধর্ষণকান্ডের পর প্রশ্নের মুখে রাজ্যের মেয়েদের সুরক্ষা

মালদহ, বোলপুর, রায়চক, হাঁসখালি, কাকদ্বীপ! রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণকান্ডের পর প্রশ্নের মুখে মেয়েদের সুরক্ষা। অন্যদিকে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মধ্যে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে বিবাদ। তাই এবার এই দুই ঘটনা ও তার পাশাপাশি আর‌ও কিছু গোলমালের বিষয়ের প্রেক্ষিতে আলোচনার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখর। যত শীঘ্র সম্ভব কথা বলার আর্জিপ্রকাশ করেছেন তিনি।

চিঠিতে রাজ্যপাল উল্লেখ করেছেন, "আপনি নিশ্চয়ই সম্মত হবেন যে, সংবিধান এবং আইনের শাসন দ্বারা পরিচালিত ব্যবস্থায় আইনের দ্বারস্থ হওয়ার পথ রুদ্ধ হলে তা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক হয়ে ওঠে‌।"

ধনখড় চিঠিতে এও লিখেছেন, হাইকোর্টে আইনজীবীদের মধ্যে মারামারির বিষয় এবং এক‌ইসঙ্গে পশ্চিমবাংলার নারী নির্যাতন-সহ ক্রমাগত অবনতির পথে চলা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তিনি অভিযোগের খসড়া করে তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন। যত সত্বর, সম্ভব হলে বুধবারই মমতার সঙ্গে এ বিষয়ে কথা বলতে চান বলেও চিঠিতে জানিয়েছেন রাজ্যপাল।