শীতলকুচি যাবেন রাজ্যপাল, উদ্দেশ্য ভোট-পরবর্তী হিংসা নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/05/2021   শেষ আপডেট: 11/05/2021 9:03 p.m.
জগদীপ ধনখড় Twitter

বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে কোচবিহার হেলিকপ্টারে করে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে (West Bengal assembly election) রক্ত ঝরেছিল কোচবিহারের (Cochbihar) শীতলকুচিতে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিল ভোটের লাইনে দাঁড়ানো চারজন স্থানীয়। এই নিয়ে বঙ্গ রাজনীতিতে প্রবল চাপানউতোর হয়েছে। ভোট শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি রাজনৈতিক হিংসা। রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক হিংসার কারণে। এবার রাজনৈতিক হিংসা আক্রান্তদের দেখার জন্য রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৩ মে কোচবিহারের শীতলকুচিতে যাচ্ছেন। তিনি ওই দিন সকালে বিএসএফের হেলিকপ্টারে করে কলকাতা থেকে কোচবিহার এর উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি কোচবিহার ছাড়াও পাশাপাশি বিভিন্ন জায়গায় যাবেন। এই কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি।

রাজ্যপাল জগদীপ ধনখড় ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব ও পুলিশ ডিজির কাছে রাজ্যের ভোট পরবর্তী হিংসা সম্বন্ধে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। কিন্তু খবর আছে ভোটের সময় শীতলকুচি যেমন উত্তপ্ত হয়েছিল ঠিক তেমন ভোট পরবর্তী অবস্থায় তার পাশাপাশি দিনহাটা, মেখলিগঞ্জ ও সিতাইয়ের মত জায়গাতে রাজনৈতিক অর্থনীতির খবর সামনে আসছে। এই বিষয়ে রাজ্যপাল বলেছেন, "আমার কাছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভারতীয়রা ফোন করে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।" বিজেপি নিজেও এই বিষয় নিয়ে সরব হচ্ছে। তবে বলে রাখা ভালো, কলকাতা হাইকোর্টের সাংবিধানিক বেঞ্চ গতকাল রাজ্যের ভোট পরবর্তী হিংসা সম্বন্ধে মমতার মোকাবিলা করার ধরনের প্রশংসা করেছে।