বাংলায় রাজনৈতিক 'পরিবর্তন' চান রাজ্যপাল!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/02/2021   শেষ আপডেট: 20/02/2021 10:47 a.m.
জগদীপ ধনখড় Twitter

দেশের পরিবর্তন হয়েছে, তাই দেশের জন্য গর্ব হয়; কিন্তু বাংলা কেন নিম্নমুখী? প্রশ্ন রাজ্যপালের

শাসকদলের অস্বস্তি বাড়িয়ে আরও একবার বাংলাকে নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের তুলনা টেনে রাজ্যকেই কাঠগড়ায় তুললেন তিনি। একাধিকবার তার গলায় 'পরিবর্তনের' সুর। ২০২১ এ ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি তা স্মরণ করিয়ে বলেন স্বাধীনতার সময় বাংলা ছিল শিখরে, কতই না অবদান রেখেছে বাংলা ভারতের স্বাধীনতা আন্দোলনে, কিন্তু এখন বাংলার এই দশা কেন? দশকের পর দশক বাংলা নিম্নমুখী। তাই ৭৫ বছরে বাংলার পরিবর্তন হবে, এবং তাতেই আবার শীর্ষস্থান ফিরে পাবে বাংলা, বলেন রাজ্যপাল।

দেশের সাথে বারংবার তুলনা টানেন রাজ্যের। দেশের পরিবর্তন হয়েছে বলেই দেশ আজ বিশ্বের দরবারে গর্বের কারণ, কিন্তু রাজ্যে শুধুই নেতিবাচক মানসিকতা, তাই কাজ করা যায়না। বীরভূমের সাংবাদিকদের সাথে চায়ে সে চর্চা করবেন বলাতেও রাজ্যপালের বিজেপিমুখী ভাবধারার আভাস পান শাসকদল তৃণমূল। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কটাক্ষ করে বলেন, "ভারতীয় আইনে রাজ্যপালের রাজনীতি করার কোনও অধিকার নেই। তবে (নরেন্দ্র মোদীর) আইনে আছে।" সাংসদ সৌগত রায়ও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন, "যেনতেন ভাবে বিজেপি মনিবদের খুশি করার খেলায় মেতে আছেন উনি।"