ভয়াবহ দুর্ঘটনা! মালগাড়ির ইঞ্জিন ছিটকে এসে ধাক্কা মারল একটি বাড়ির পাঁচিলে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/11/2020   শেষ আপডেট: 18/11/2020 6:36 p.m.

মালগাড়ির ইঞ্জিনের রেললাইনচ্যুত হওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেনি রেল কর্তৃপক্ষ

গতকাল রাতে মুর্শিদাবাদের ফারাক্কায় একটি মালগাড়ির ইঞ্জিন রেলাইনচ্যুত হয়ে ধাক্কা মারে একটি বাড়ির পাঁচিলে। পাঁচিল গুঁড়িয়ে ইঞ্জিনটি প্রায় বাড়ি টির দরজা অবধি চলে আসে। তবে এই ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি।

যে বাড়িটির পাঁচিলে ইঞ্জিন এসে ধাক্কা মারে সেই বাড়ির সদস্য হামিদুল সেখ, তৈমুর সেখ এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী। তারা জানান, যে গতকাল রাতে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। ভূমিকম্পের মত বাড়িঘর কাঁপছিল। তারা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন তাদের বাড়ির সামনের পাঁচিল ফুঁড়ে মালগাড়ির একটি ইঞ্জিন ঘরের সামনে চলে এসেছে। এই ঘটনায় কেউ আঘাতপ্রাপ্ত না হলেও বাড়িগুলি ক্ষতিগ্রস্থ হওয়ায় ক্ষতিপূরণ দাবি করা স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে। এমনকি মালগাড়িটি কেন রেললাইন চ্যুত হয়ে গেল সে বিষয়ে এখনপর্যন্ত রেল কর্তৃপক্ষ কিছু জানায়নি।