বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে একবার দেখুন তো মা-বোনেদের কী পরিস্থিতি : সাংসদ অভিনেতা দেব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/03/2021   শেষ আপডেট: 19/03/2021 6:27 p.m.
facebook.com/IamTheDev

খেলাটা অন্যরকম চলছে। আজকে খেলা হচ্ছে ধর্ম নিয়ে। কে হিন্দু, কে মুসলিম, তা ভাগ করে : বিজেপিকে নিয়ে বিস্ফোরক দেব

বাংলায় মেয়েদের সুরক্ষা নিয়ে শাসকদল তৃণমূলকে তুলোধনা করছে বিজেপি, কিন্তু বিজেপি শাসিত উত্তরপ্রদেশের অবস্থা নিয়ে মাথাব্যাথা নেই কাউর, আর এতেই তৃণমূলের তারকা সাংসদ দেবের সাফ কথা, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে একবার দেখুন তো মা-বোনেদের কী পরিস্থিতি! বাংলায় মেয়েরা সবথেকে বেশি সুরক্ষিত।”

বৃহস্পতিবার বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডির হয়ে প্রচারে গিয়েছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। আর সেখানেই বিজেপির উদ্দেশ্য সাফ কথা দেবের। উল্লেখ্য, এতদিন দেবকে নিজের কেন্দ্রেও প্রচারে দেখা যায়নি। তবে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কিছুদিন পর থেকেই জেলায় জেলায় প্রচারে বেরিয়ে পড়েছেন ঘাটালের সাংসদ (TMC MP)। নিজের এলাকাতেও প্রচার করতে দেখা গিয়েছিল দেবকে।

মহিলাদের সুরক্ষার পাশাপাশি দেব বলেন, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কাজ করেছেন সেই ব্যখ্যা দেন। বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের কথাও বলেন তিনি।  এরপরই এরপরই ‘খেলা হবে’ স্লোগানের প্রসঙ্গে তোলেন দেব। “খেলাটা অন্যরকম চলছে। আজকে খেলা হচ্ছে ধর্ম নিয়ে। কে হিন্দু, কে মুসলিম, তা ভাগ করে।” কটাক্ষ বিজেপিকে।