আবারও অশান্তি শান্তিনিকেতনে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/11/2020   শেষ আপডেট: 23/11/2020 5:17 p.m.
ছবিতে ছাত্রী কন্যাকি দাস কে মারধরের সেই দৃশ্য।

ছাত্রী ও অভিভাবককে মারধরে অভিযুক্ত মেস–মালিক

শান্তিনিকেতনের রতনপল্লিতে আরও দু’জনের সঙ্গে একটি মেসে থাকতেন কন্যাকি দাস৷ বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি৷ রবিবার মেস ছাড়ার সময় মালিক কস্তুরী দাশগুপ্ত ও তাঁর স্ত্রী এই তরুণী ও তাঁর মা–বাবার ওপর হামলা করেন বলে অভিযোগ৷

জানা যাচ্ছে, অনেক দিন ধরেই মালিকের সঙ্গে সমস্যা চলছিল৷ রবিবার মেস–মালিক একটি সাদা কাগজে সই করতে বলেন কন্যাকিদের৷ চুক্তি ভেঙে এক বছর পূর্ণ হওয়ার আগেই মেস ছেড়ে দিচ্ছেন বলে ভাড়া বাবদ তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবিও করা হয়৷ কন্যাকিরা টাকা দিতে রাজি না হওয়ায় তাঁদের মারধর করেন মেস–মালিক ও তাঁর স্ত্রী৷ এদিকে পাশের বাড়ি থেকে তোলা একটি ভিডিও–ছবিতে দেখা গেছে, ছাত্রী ও তাঁর অভিভাবকদের সঙ্গে মালিকদের ধস্তাধস্তি চলছে৷ চলছে লাঠি দিয়ে মারধর৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে৷ যদিও ছবিটির সত্যাসত্য যাচাই করা যায়নি৷ ঘটনার পর ওই ছাত্রী শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন৷

ছবিতে লাঠি হাতে অভিযুক্ত মেস মালিক কস্তুরী দাশগুপ্ত।