হাওড়া স্টেশনে ‘করোনা যোদ্ধা’দের উপরেও লাঠি চালালো RPF! রণক্ষেত্র হাওড়া স্টেশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/10/2020   শেষ আপডেট: 17/11/2020 2:40 a.m.

স্টাফ স্পেশাল লোকাল ট্রেনে উঠতে চেয়ে সাধারণের বিক্ষোভ; আটক করা হলো অনেককে

করোনা কারণে এখনও বন্ধ লোকাল ট্রেন পরিসেবা। সাধারণ মানুষের পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। ধৈর্য্যের বাঁধ ভাঙতে শুরু করেছে সাধারণের। আজ তেমনই ঘটনার সাক্ষী রইলো হাওড়া স্টেশন। করোনা পরিস্থিতিতে যে গুটিকতক স্টাফ স্পেশাল লোকাল ট্রেন চলছে তাতে উঠতে চেষ্টা করলো সাধারণ মানুষ। ভাঙার চেষ্টা করলো হাওড়া স্টেশনের গেট। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হলো RPF। সব মিলিয়ে শনিবারের সন্ধ্যায় রণক্ষেত্রের চেহারা নিলো হাওড়া স্টেশন।

কিন্তু সাধারণের এই বিক্ষোভের মধ্যে লাঠির ঘা খেলেন করোনা যোদ্ধারাও। চিকিৎসক থেকে পুলিশ কর্মী অনেকেই এই স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার জন্য স্টেশনের দিকে যাচ্ছিলেন। RPF লাঠিচার্জ করলো তাদের উপরও। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এই পরিস্থিতিতে লড়াই চালানো যোদ্ধারা। তাঁরা জানাচ্ছেন শুধু প্লাটফর্ম কিংবা গেট লাগোয়া অঞ্চল নয়, রাস্তায় নেমেও সাধারণের উপর লাঠি চালিয়েছে রেল পুলিশ। করোনা যোদ্ধা সহ বেশ কয়েকজন সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন আজকের ঘটনায়। রেল পুলিশ আটক করেছে বেশ কয়েকজনকে। সমস্ত ঘটনায় রাজ্য সরকার ও হাওড়া সিটি পুলিশের সাহায্য চেয়েছে রেল কর্তৃপক্ষ।