উল্টোরথে বিপত্তি! ফেটে গেল বেলুনের গ্যাস সিলিন্ডার, বিক্রেতা ছিটকে পড়লেন ১০ ফুট দূরে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/07/2022   শেষ আপডেট: 10/07/2022 10:57 a.m.

মেলাতে খুশির শেষ নেই, আচমকাই প্রচন্ড শব্দ, চারদিকে জমাট ধুলো, তারপর...

করোনা পরিস্থিতি কাটিয়ে দু'বছর পর রথের মেলায় মানুষের উৎসাহের শেষ নেই। উল্টোরথে ঘরের বাইরে আট থেকে আশি। মেলায় চলছে দেদার কেনাকাটা, সঙ্গে খাওয়া-দাওয়া। আনন্দ করতে গিয়ে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যে এমন চরম বিপত্তি ঘটতে পারে কে তা জানত!

সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের তিয়ড়বেড়িয়ার বিখ্যাত ৮০ মণ পিতলের রথের মেলায়। উল্টোরথে বসেছিল বেলুনের পসরা। বেলুনের দোকানে কচিকাঁচাদের ভিড় তো থাকেই। তেমনই সেই দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। দোকানী সিলিন্ডার থেকে গ্যাস ভরে দিচ্ছিলেন। আর বাচ্চাদের সেই গ্যাস বেলুন নিয়ে খুশির শেষ নেই।

আচমকাই একটা বিকট শব্দ। চারদিকে ধুলোর পাহাড়। প্রথমে কেউ কিছু বুঝতে পারেননি। পরে দেখা যায় যিনি বেলুন ফোলাচ্ছিলেন তিনি প্রায় দশ ফুট দূরে ছিটকে পড়েছেন। সঙ্গে সামনে থাকা কয়েকটি বাচ্চা গুরুতর আহত। ঘটনার পর ভয়ে মেলা ছেড়ে চলে যেতে থাকেন পুণ্যার্থীরা। মুহূর্তেই মাঠশূন্য।

এদিকে খবর পেয়ে ছুটে আসেন মেলা কমিটির লোকজন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উল্টোরথের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। মেলার মধ্যে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।