শান্তিনিকেতনে গ্রেফতার চার বাংলাদেশি সুপারি কিলার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/09/2020   শেষ আপডেট: 28/09/2020 6:19 p.m.

বীরভূমের কোনো এক স্থানীয় নেতাকে খুনের ছক

বীরভূম জেলা পুলিশের জালে ধরা পড়লো চার বাংলাদেশি সুপারি কিলার। তাদের তল্লাশি করে অগ্নেয়াস্ত্র সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সাথে তাদের আশ্রয় দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে দুই স্থানীয় ব্যক্তিকেও।

পুলিশ সূত্রে জানানো হয়েছে কয়েকদিন আগে স্থানীয় মানুষের সাহায্যে সীমান্ত পেরিয়ে এপারে আসে ওই চারজন। শান্তিনিকেতন এলাকায় গা ঢাকা দিয়েছিলো তারা। জেরায় পুলিশ জানতে পেরেছে বীরভূমের কোনো এক রাজনৈতিক নেতাকে খুনের সুপারি ছিলো তাদের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে জেলার নানা জায়গায় তল্লাশি চালায়। অবশেষে শান্তিনিকেতনের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোথা থেকে কিভাবে তারা রাজ্যে প্রবেশ করলো, কোনো বড়ো নাম কি জড়িয়ে আছে নাকি এই চক্রে, কিংবা কোনো জঙ্গি যোগ আছে এই ঘটনায় সেসব জানতে জেরা চালাচ্ছে পুলিশ। সাথে জেলার অন্য নানা প্রান্তেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।