আগামীকাল জিতেন্দ্রকে বৈঠকে‌ আহ্বান ফিরহাদের

কৌস্তভ চ্যাটার্জী
প্রকাশিত: 14/12/2020   শেষ আপডেট: 14/12/2020 8:41 p.m.
জিতেন্দ্র তিওয়ারি

হাজির থাকবেন স্ট্র্যাটেজিস্ট পিকেও

আজ অর্থাৎ সোমবার একটি চিঠিতে আসানসোলের পুর প্রসাশক জিতেন্দ্র তিওয়ারি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দিকে একটি বিস্ফোরক অভিযোগ আনেন। কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রাজ্যের ওপর প্রয়োগে বাধাদান ও রাজ্যের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া নিয়ে রীতিমত বিক্ষোভ নজরে এসেছে ওই চিঠিতে। এবার তারই প্রত্যুত্তরে জিতেন্দ্রকে ফোন করে মঙ্গলবার কলকাতার ক্যামাক স্ট্রিটে বৈঠকে বসার আহ্বান জানান ফিরহাদ স্বয়ং।

ওই চিঠিতে জিতেন্দ্র বলেন রাজনৈতিক কারনে আসানসোলকে কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পহেতু বরাদ্দ দু হাজার কোটি টাকা থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি আসানসোলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ যা রাজ্য সরকার দেবে বলেছিল, তাও বাস্তবে রূপায়িত হয়নি। এই কড়া চিঠির পাশাপাশি রানিগঞ্জ গার্লস ও রানিগঞ্জ টিডিবি কলেজের গভর্নিং বডি থেকেও ইস্তফা দেন জিতেন্দ্র। "বিজেপি যখন একের পর এক পার্টি অফিস দখল করছিল আসানসোলে, তখন তো ববি হাকিমকে খুঁজে পাওয়া যায়নি! তখন এই জিতেন্দ্র তিওয়ারিই তো ছিল!" সোমবার এমনটাই ছিল কটাক্ষের মেজাজ। সংবাদমাধ্যমকে ফিরহাদ অবশ্য বলেন, চিঠি লেখার আগে তার সাথে কথা বলা উচিত ছিল জিতেন্দ্রর। যদিও জিতেন্দ্রর দাবি তিনি চিঠির বক্তব্য ফাঁস করেননি। আগামীকালের ফিরহাদের ডাকা বৈঠকে পিকেও থাকবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু-সৌগতদের বৈঠক এবং পার্থ-রাজীবদের বৈঠকের পর আবারো একবার আলোচনা-মীমাংসাভিত্তিক নীতি রাজ্য সরকারের জন্য কতটা কার্যকরী হয়, এখন সেটাই দেখার।