বারাসাতে সরকারি ওষুধের গুদামে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৩০ কোটি টাকার করোনা কিট এবং ওষুধ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/04/2021   শেষ আপডেট: 19/04/2021 2:37 a.m.
বিধ্বংসী অগ্নিকাণ্ডের সেই ছবি।

পুড়ে যাওয়া জিনিসের মধ্যে ছিল বহু মাস্ক, স্যানিটাইজার এবং জীবনদায়ী ওষুধ সহ বিভিন্ন রোগের টিকা

বারাসাতে স্বাস্থ্য দপ্তরের গুদামে বিধ্বংসী আগুন। এই আগুনের লেলিহান শিখায় পুড়ে গেল প্রায় ৩০ কোটি টাকার সামগ্রী। এর মধ্যে ছিল বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয় করোনা কিট এবং বিভিন্ন টিকা এবং একাধিক সামগ্রী। করোনাভাইরাস পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ অবস্থায় চলছে। এই রকম পরিস্থিতিতে ৩০ কোটি টাকার করোনা ভাইরাস প্রতিরোধী উপাদান পুড়ে যাওয়ায় সমূহ ক্ষতি পশ্চিমবঙ্গের। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়েছে সরকারি গুদামে। স্থানীয় সূত্রে জানানো হয়েছে শুক্রবার রাত ১ টা নাগাদ স্বাস্থ্য দপ্তরের গুদাম লাগোয়া একটি ল্যাম্পপোস্ট থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ে পার্শ্ববর্তী অস্থায়ী দোকানে। সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ওষুধের গুদামে।

তৎক্ষণাৎ স্থানীয়রা বারাসাত দমকল কেন্দ্রে খবর দেন। প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এত বিধ্বংসী আগুন লেগেছিল, ৬৭ জন দমকল কর্মী ২৬ ঘন্টার অক্লান্ত প্রচেষ্টায় সেই আগুন আয়ত্তে আনেন। রবিবার ভোরের দিকে আগুন আয়ত্তে এসেছে। কিন্তু, এই আগুন লাগার ঘটনায় করোনা প্রতিরোধের ক্ষেত্রে যে ক্ষতি হলো তার ফলে জেলার বিভিন্ন হাসপাতালে ওষুধ সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। হাসপাতালগুলির জরুরি ওষুধ সরবরাহ যাতে অব্যাহত থাকে, তার জন্য জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রাজ্যকে আর্জি জানানো হয়েছে।