এগারো মাসে টিকা পেয়েছেন দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশ, 'গর্বিত' কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/12/2021   শেষ আপডেট: 05/12/2021 12:56 p.m.
twitter.com/narendramodi

এটা একটা গৌরবের মুহূর্ত : টুইট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের

স্বস্তির দিন শেষ। চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন (Omicron)। গত বৃহস্পতিবার প্রথমবার দেশে ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছিল কর্ণাটকে (Karnataka)। গত কয়েকদিনে সংখ্যাটা ভালোই বেড়েছে। রবিবারও তানজানিয়া থেকে দিল্লিতে (Delhi Airport) ফেরা এক ব্যক্তির শরীরে ওই স্ট্রেনের সন্ধান মিলেছে। করোনা (Coronavirus) ভাইরাসের নতুন রূপ নিয়ে ইতিমধ্যে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। দক্ষিণ আফ্রিকাতে (South Africa) সদ্য আবিষ্কার হওয়া সার্স-কোভ-২ (করোনাভাইরাসের)-এর একটি ভ্যারিয়েন্ট বা প্রজাতি 'ওমিক্রন' (Omicron)। (Delta Varient) ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও এটি আরও বেশি সংক্রামক এবং আরও দ্রুত হারে ছড়িয়ে পড়তে সক্ষম। এমনটাই মত বিশেষজ্ঞদের।

তবে এসবের মধ্যেই আশার আলো। টিকাকরণের (Vaccination) নতুন মাইলফলক ছুঁল দেশ। ভারতে এই মুহূর্তে টিকার (COVID Vaccine) দু’টি ডোজ নিয়ে ফেলেছেন দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশ। টিকাকরণ শুরুর মাত্র ১১ মাসের মধ্যেই এমন নজির গড়ে বেজায় খুশি কেন্দ্র। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, "এটা একটা গৌরবের মুহূর্ত। দেশের প্রাপ্তবয়স্ক জনতার ৫০ শতাংশেরই টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে।"

প্রসঙ্গত, দেশে অন্তত একটি টিকার ডোজ নিয়ে নিয়েছেন ১২৭ কোটিরও বেশি মানুষ। যা যথেষ্ট সন্তোষজনক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে ওমিক্রন আতঙ্কের মধ্যে টিকাকরণে বাড়তি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। শুধু গত ২৪ ঘন্টাতেই দেশে টিকা পেয়েছেন এক কোটির বেশি মানুষ।

তবে চিন্তাও বাড়াচ্ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৮৯৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে অনেকটাই বেশি।