দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ ভোট পরিচালনার্থে কড়া বার্তা জৈনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/01/2021   শেষ আপডেট: 14/01/2021 11:53 a.m.
সুদীপ জৈন

রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সহযোগে এপ্রিলেই ভোট সম্পন্নের ইঙ্গিত

একুশের বিধানসভা নির্বাচনের উত্তাপ বহু আগে থেকেই ছড়িয়েছে বঙ্গ তথা দেশের রাজনীতির প্রাঙ্গণে। বিগত বছরগুলোর কথা মাথায় রেখে এ বছর আগের চেয়েও অনেক বেশি কড়া হবে নির্বাচন পরিচালন পদ্ধতি : এমনটাই স্পষ্ট বুঝিয়ে দিলেন রাজ্যের উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের দফতরে পুলিশ সুপার, পুলিশ কমিশনার ও জেলাশাসকদের নিয়ে হওয়া বৈঠকে উঠে এসেছে কিছু কর্মপরিকল্পনা।

আসাম, কেরালা, পুদুচেরি সহ এ রাজ্যেও নির্বাচনী প্রক্রিয়া আগামী এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে ইচ্ছুক কমিশন। দু সপ্তাহের মধ্যে জামিন অযোগ্য ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতির রিপোর্ট দিতে হবে প্রতি সপ্তাহে, নির্দেশ দেওয়া হয়। ভোটার তালিকার সংশোধন করা হবে এবং ভোট চলাকালীন কোনোপ্রকারে শান্তি বিঘ্নিত হলে কোনো শো-কজ না করে সরাসরি কড়া শাস্তির নির্দেশ‌ দেন সুদীপ জৈন। এবারের রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবে বিগত বছরগুলির তুলনায় অনেক বেশী সংখ্যক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মজুতের আশ্বাস দিলেন উপ নির্বাচন কমিশনার।