প্রথম দুই দফা নির্বাচনেই ৪০ কোটি বেআইনি অর্থ বাজেয়াপ্ত বাংলায়, উদ্বেগে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/04/2021   শেষ আপডেট: 03/04/2021 4:13 p.m.

বেআইনি অর্থ যোগান ও লেনদেন আটকানোর জন্য নাকা চেকিংয়ের জোর দিয়েছে নির্বাচন কমিশন

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে। প্রথম দফা ও দ্বিতীয় দফা নির্বাচনে ৬০ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব সম্পন্ন হয়েছে। তবে প্রথম দুই দফা নির্বাচনের মধ্যেই বেআইনি অর্থ ব্যবহারের অভিযোগ উঠেছে বিস্তর। তাই এবার নির্বাচন কমিশন বেআইনিভাবে অর্থ ব্যবহার বরদাশ্ত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে। আজ অর্থাৎ শনিবার রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন কমিশনের আয় ব্যয় সংক্রান্ত বিশেষ পর্যবেক্ষক বি মুরলীকুমার। তিনি জেলাশাসকদের বলেছেন, বেআইনি অর্থের যোগান এবং লেনদেন যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। তার জন্য নির্বাচনের আগে জোরদার করতে হবে নাকা চেকিং। এছাড়া ফ্লাইং স্কোয়াডের সংখ্যা বাড়াতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন কমিশন পক্ষে জানা গিয়েছে যে ২০১৬ সালে বাংলা থেকে বেআইনি অর্থ বাজেয়াপ্ত হয়েছিল ২০.১২ কোটি টাকা। কিন্তু চলতি বছরের প্রথম দুই দফা নির্বাচনের পরেই সেই বাজেয়াপ্ত অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন ৪০ কোটির কাছাকাছি মূল্য বাজেয়াপ্ত করেছে। অর্থের এত পরিমান রীতিমতো ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে। তাই যেকোনোভাবে বেআইনি অর্থ লেনদেন করা রুখতে চায় নির্বাচন কমিশন।