আইন ভাঙলেই দেওয়া হবে কড়া শাস্তি, জেলা প্রশাসনকে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/04/2021   শেষ আপডেট: 24/04/2021 6:28 a.m.
নির্বাচন কমিশন

বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে নতুন নিয়মাবলী কার্যকর করার বার্তা দিয়েছে নির্বাচন কমিশন

বিলম্বিত বোধোদয়! এবারে করোনা ভাইরাস পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ৮ নির্বাচন নিয়ে আরও কড়া কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এবারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন চূড়ান্তভাবে জেলা প্রশাসনগুলিকে অতিমারি আইনের ৫১ থেকে ৬০ নম্বর ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারা কার্যকর করার নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশন হুশিয়ারি দিয়েছে যদি আইন লংঘন করা হয় তাহলে কিন্তু মোটা টাকার জরিমানা এবং কারাবাস হবে। ইতিমধ্যেই করোনা পরিস্থিতিতে ভোট প্রচারে সংক্রমণ কম করার জন্য এই আইন জারি করা হয়েছে। বাকি দুই দফায় যেসব জেলায় ভোট রয়েছে তাদের সাথে বৈঠক করার কথা ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, গতদিনেই কলকাতা হাইকোর্ট সরাসরি নির্বাচন কমিশনকে তাদের কার্যকলাপ নিয়ে ভৎসর্ণা করেছে। নির্বাচন কমিশনের কাছে হাইকোর্টের প্রশ্ন, করোনা ভাইরাস পরিস্থিতিতে যথাযথভাবে করোনা সতর্কতাঃ মেনে কাজ করছে না কেন নির্বাচন কমিশন? কেন এরকম গাফিলতি করা হচ্ছে এবং দায়সারা কাজ করা হচ্ছে? কেন এরকম শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি হাতে ধরিয়ে দায়সারা ভাবে কাজ করে দিচ্ছে নির্বাচন কমিশন? সকালবেলা হাইকোর্টের কাছ থেকে চরম ভৎসর্ণার পরে নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। এর পরেই নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে, করোনা ভাইরাসের বিধি না মানলে সেই প্রার্থীর বিরুদ্ধ এফআইআর করা হবে।