প্রকাশ পেল বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচনের দিনক্ষণ, ফল ঘোষিত হবে মাত্র ৪ দিনের মাথায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/03/2022   শেষ আপডেট: 12/03/2022 8:07 p.m.
নির্বাচন কমিশন

১৬ এপ্রিল ফলাফল ঘোষিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন

আগামী ১২ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে। নির্বাচন কমিশন সুত্রে খবর, এই উপনির্বাচনের ফলাফল ঘোষিত হবে চার দিনের মাথায়, অর্থাৎ ১৬ এপ্রিল।

প্রসঙ্গত, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু দুর্ভাগ্যবশত গতবছরের ৪ নভেম্বর এস‌এসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। তার মৃত্যুর পর বালিগঞ্জে উপনির্বাচন করাতেই হত।

অন্যদিকে, জনপ্রিয় গায়ক তথা রাজনীতিক বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন গত ১৮ সেপ্টেম্বর। তিনি ছিলেন আসানসোলের সাংসদ। বিজেপি থেকে দলত্যাগ করার পর সাংসদ পদ থেকেও পদত্যাগ করেন তিনি। আর সেই কারণেই আসানসোলে‌ও ফের উপনির্বাচন করাতে হচ্ছে নির্বাচন কমিশনকে। রাজ্যের তরফে আগেই জানানো হয়েছিল উপনির্বাচনের কথা। এরপর কেন্দ্রের তরফেও জানানো হল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ। আর সেই জন্য‌ই অনুষ্ঠিত হবে উপনির্বাচন। এবার আগামীতে ওই দুটি অঞ্চলে ক্ষমতার হাতবদল হয় কিনা, সেই দিকেই চোখ থাকবে গোটা বঙ্গবাসীর।