রাজ্যে স্কুল কলেজ খোলা নিয়ে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

তুফান সিংহরায়
প্রকাশিত: 03/11/2020   শেষ আপডেট: 03/11/2020 6:16 a.m.

এতদিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে কি ভাবছে রাজ্য?

প্রায় ৭ মাস বন্ধ স্কুল কলেজে পঠনপাঠন। করোনা এখনও থেমে যায়নি। প্রতিদিনই বহু সংখ্যায় নতুন নতুন মানুষ আক্রান্ত হচ্ছেন। এমন অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে কোনরকম ঝুঁকি নিতে বা আপোষ করতে চায় না রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষে একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তিনি বললেন, “শুধু স্কুল খুলবো বললেই তো হবে না, চালু রাখতে হবে। পড়ুয়াদের আলাদা আলাদা ভাগ করে আনা যায় কিনা সেটা ভাবা হচ্ছে।”

সূত্রের খবর প্রাথমিকভাবে বড়োদের জন্য স্কুল চালু করা হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেশি ভাবছে রাজ্য। ফেব্রুয়ারি-মার্চে পরীক্ষা হওয়ার কথা। কিন্তু করোনা কারণে মাধ্যমিকের তবু আড়াই মাস মতো ক্লাস হলেও উচ্চ মাধ্যমিকের ক্লাস হয়নি একদিনও। ফলে সবটা নিয়ে একটা সিদ্ধান্তে আসতে মরিয়া শিক্ষা দপ্তর।