বিদেশে টাকা পাচারের অভিযোগে ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীকে তলব ইডির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/02/2021   শেষ আপডেট: 22/02/2021 4:09 p.m.
ফিরহাদ হাকিম

প্রিয়দর্শিনীর বাড়ি গিয়ে নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট

ভোটের আগে আবার শাসকদলের অন্দরে আর্থিক জটিলতা। এবার ব্যাঙ্ক একাউন্ট লেনদেনে অসঙ্গতির অভিযোগে মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করল ইডি। ইডির তরফ থেকে জানানো হয়েছে, প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার বেশ কয়েকবার বিদেশ গেছেন এবং সেখানেই টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইয়াসিরের এই বিদেশ সফরে এক বিদেশি অভিনেত্রীরও নাম জড়িয়েছে। আর এই অভিযোগে প্রিয়দর্শিনীর বাড়ি গিয়ে নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।

সিইএসসির সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্টে কর্মরত প্রিয়দর্শিনীর ব্যাঙ্ক একাউন্টগুলির ওপর নজরদারি চালাচ্ছে ইডি। কীভাবে কোন সূত্র দিয়ে বিদেশে টাকা পাচার করত ইয়াসির সেদিকেও তদন্ত শুরু করেছে ইডি। প্রিয়দর্শিনীকে এই সপ্তাহেই তদন্তেকারীদের মুখোমুখি হতে হবে বলে ওই নোটিশ পাঠানো হয়েছে তার বাড়িতে। ববি হাকিমের কাছে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি স্পষ্ট জানান, "এই বিষয়ে আমি কিছু জানি না। এবং এখনও পর্যন্ত কিছু শুনতে পাইনি।"