এই সপ্তাহে দীর্ঘ সময় পর্যন্ত বন্ধ থাকবে রেলের টিকিট সংরক্ষণ, ঘোষণা পূর্ব রেলের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/11/2021   শেষ আপডেট: 14/11/2021 9:33 p.m.

দেখে নিন কতক্ষণ পর্যন্ত টিকিট সংরক্ষণ বন্ধ থাকবে পূর্ব রেলওয়ের বিভিন্ন শাখায়

আবারো রেলের টিকিট সংরক্ষণ নিয়ে বড়োসড়ো বদল এর কথা ঘোষণা করল পূর্ব রেলওয়ে। সম্প্রতি একটি নতুন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, আজ অর্থাৎ রবিবার ১৪ নভেম্বর থেকে আগামী এক সপ্তাহের জন্য রাত্রের দিকে রেলওয়ে টিকিট সংরক্ষণ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে পূর্ব রেলওয়ে তরফ থেকে। যেহেতু করোনাভাইরাস পরিস্থিতির পরে, সবকিছু আবার নতুন করে চালু করতে হচ্ছে, তাই রেলওয়ে টিকিট সংরক্ষণের আপগ্রেডেশনের কাজ করছে পূর্ব রেলওয়ে। এই কারণেই রাত্রে ৬ ঘণ্টার জন্য সংরক্ষণের আবেদন করতে পারবেন না যাত্রীরা। রাত সাড়ে এগারোটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত এই টিকিট সংরক্ষণের আবেদন করা যাবে না বলে জানানো হয়েছে পূর্ব রেলওয়ের তরফ থেকে।

যেহেতু করোনাভাইরাস পরিস্থিতির পরে প্রত্যেকটি ট্রেন আবারও পুরনো নম্বরে চালানো শুরু হচ্ছে, এই কারণেই যাত্রীদের সুবিধার জন্য সিস্টেম আপডেট করার কাজ শুরু করেছে পূর্ব রেলওয়ে। ১৪ নভেম্বর থেকে আগামী ২১ নভেম্বর পর্যন্ত এই নতুন সিস্টেম আপডেট করার কাজ চলবে বলে জানানো হয়েছে পূর্ব রেলওয়ে তরফ থেকে। তবে এই সময়ে সম্পূর্ণরূপে সংরক্ষণের কাজ বন্ধ থাকলেও ১৩৯ নম্বর এনকোয়ারি কাউন্টার খোলা থাকবে। তবে পূর্ব রেলওয়ে সরাসরি জানিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত অসংরক্ষিত টিকিট নিয়ে দূরপাল্লার ট্রেনে চড়তে পারবেন না যাত্রীরা। কিন্তু এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে এখনো পর্যন্ত। পূর্ব রেলওয়ে তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়নি।