"ছেলে চাকরি চাইতে গিয়ে প্রাণ হারিয়েছে, মেয়েকে ভোটে যেতান", অনুরোধ মইদুল মিদ্দার মায়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/03/2021   শেষ আপডেট: 28/03/2021 6:15 p.m.
মীনাক্ষী মুখোপাধ্যায় twitter@cpim_westbengal

নন্দীগ্রামের বামপ্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তহমিনা নিজের মেয়ে বলে সম্বোধন করেছেন

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের প্রথম দফা সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। এরপর বঙ্গ রাজনীতি উত্তাল নন্দীগ্রাম কেন্দ্রের নির্বাচন নিয়ে। আসলে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিপক্ষে তৃণমূল ছেড়ে যাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও বাম শিবিরের হয়ে প্রচারে ঝড় তুলছে তরুণ তুর্কি মীনাক্ষী মুখোপাধ্যায়। দুয়ারে দুয়ারে ঘুরে জনসংযোগ বাড়ানো কাজকর্ম করছেন এবং সেইসাথে সোশ্যাল মিডিয়াকে প্রচারের হাতিয়ার বানিয়েছেন। তবে এরই মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে নির্বাচনে ভোট দেওয়ার অনুরোধ জানালেন মৃত ডিওয়াইএফআই কর্মী মইদুল মিদ্দার মা তহমিনা মিদ্দা। তিনি একটি ভিডিওতে বলেছেন, "চাকরি চাইতে গিয়ে আমার ছেলে মারা গিয়েছে। কিন্তু এবারের নির্বাচনে আমার মেয়ে জিতলে তার বিচার হবে।"

তহমিনা মিদ্দার একটি ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে DYFI এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেই ভিডিওতে তহমিনা বলেছেন, "আমার মেয়ের বিরুদ্ধে যে দুজন দাঁড়িয়েছে তারা কোনো কাজ করে না। তাদেরকে ভোট দেবেন না। ওরা শুধু মিথ্যা কথা বলে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছে। সে আমার মেয়ে। তোমরা আমার মেয়েকে জেতাও। আমার মেয়ে বেকার ছেলেদের জন্য লড়াই করে। আর আমার ছেলে তো চাকরি চাইতে গিয়ে পুলিশ অফিসারের কাছে মার খেয়ে প্রাণ হারিয়েছে।"সেইসাথে তিনি আর্জি জানিয়েছেন, "অন্য সরকারের অত্যাচারে যাতে আর কোন মায়ের কোল না খালি হয়।"