আজ থেকেই শুরু যশ ক্ষতিগ্রস্তদের জন্য "দুয়ারে ত্রাণ" কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/06/2021   শেষ আপডেট: 03/06/2021 2:41 p.m.
নবান্নে মমতা facebook.com/MamataBanerjeeOfficial

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জুন

কিছুদিন আগেই ঘূর্ণিঝড় যশ বা ইয়াস (Yaas Cyclone) আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র সংলগ্ন অঞ্চল এবং সুন্দরবনের গ্রামগুলি। শতাধিক নদী বাঁধ এবং লক্ষাধিক বাড়ি ভেঙেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। এই সমস্ত ক্ষতির কথা বিবেচনা করে গত ২৮ মে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষতিগ্রস্তদের জন্য "দুয়ারে ত্রাণ" (Duare Tran) প্রকল্পের ঘোষণা করেছিলেন। এই প্রকল্পে প্রথমে আবেদনপত্র জমা নেওয়া হবে এবং তারপর আবেদনের সত্যতা যাচাই করা হবে। তারপর আগামী ১ লা জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। যখনই ঘোষণা করা হয়েছিল যে চলতি মাসের ৩ তারিখ থেকে ১৮ তারিখ অব্দি সরকারি সাহায্যের জন্য দুর্গতরা আবেদন করতে পারবেন।

আজ অর্থাৎ ৩ জুন বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য সরকারের দুয়ারে ত্রাণ কর্মসূচি। দক্ষিণ ২৪ পরগনার ক্ষতিগ্রস্তদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ এর জন্য ৩৪ টি ক্যাম্প তৈরি করা হয়েছে। এই সমস্ত ক্যাম্পগুলিতে ১৮ জুন অব্দি আবেদনপত্র জমা নেওয়া হবে। তারপর ১৯ জুন থেকে ৩১ জুন অব্দি জমা পড়া সমস্ত আবেদন খতিয়ে দেখা হবে। তারপর ১ জুলাই থেকে সরকারি সাহায্যের টাকা দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, কোন ধরনের ক্ষতিতে কত টাকা ক্ষতিপূরণ দেবে সরকার তা স্পষ্ট করে দিয়েছে। রাজ্য সরকারের পক্ষে জানানো হয়েছে, ফসলের ক্ষতি হলে কৃষকরা ১০০০ থেকে ২৫০০ টাকা পাবেন। বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হলে ৫ হাজার এবং পুরো ক্ষতিগ্রস্ত হলে ২০ হাজার টাকা দেওয়া হবে। মৎস্যজীবীদের নৌকা ভেঙে গেলে ২০ হাজার এবং অন্যান্য সরঞ্জাম কেনার জন্য ৩০০ টাকা থেকে ২৬০০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে।