৩০০০ বাড়িতে পানীয় জল পৌঁছে দেবে গ্রাম পঞ্চায়েত!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/11/2020   শেষ আপডেট: 10/11/2020 6:26 a.m.

সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা পঞ্চায়েত নিলো এই উদ্যোগ

এলাকায় পানীয় জল পাওয়া যায়। অনেক সংখ্যক নলকূপ রয়েছে এলাকাজুড়ে। কিন্তু কিছু জায়গায় পানীয় জলে ফ্লোরাইড পাওয়া যায়। কিছু জায়গায় আয়রনের পরিমাণও বেশি জলে। তার এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলো সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা পঞ্চায়েত।

কোমা পঞ্চায়েতের মধ্যে ১৩ টি গ্রাম। তার কিছু জায়গায় এই আয়রন-ফ্লোরাইড ঘটিত সমস্যা আছে। প্রাথমিকভাবে ঠিক হয় ওই জায়গাগুলোতেই পানীয় জল সরবরাহ করা হবে। কিন্তু পরে পরিকল্পনা পাল্টে পুরো গ্রাম পঞ্চায়েত জুড়ে এই পরিসেবা দেওয়ার উদ্যোগ নিলো কর্তৃপক্ষ। বক্রেশ্বর নদী থেকে জল তুলে তা পরিশোধন করে সরবরাহ করার পরিকল্পনা। সেইমতো চাতরা গ্রামে একটি জলাধারও তৈরি করা হয়েছে। এই পরিষেবায় উপকৃত হবে কোমা পঞ্চায়েতের অধিনস্ত প্রায় ৩০০০ পরিবার।