বিজেপি ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ !

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/01/2021   শেষ আপডেট: 12/01/2021 10:17 a.m.
twitter @DilipGhoshBJP

সৌমিত্র খাঁর তাৎপর্যপূর্ণ ইঙ্গিত

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকসহ প্রতিটি রাজনৈতিক দল যখন নিজেদের অবস্থান পাকা করার লক্ষ্যে তখনই জোর জল্পনা চলছে বিভিন্ন দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী মুখ বাছাইকে কেন্দ্র করে। বাম-কংগ্রেস জোটেও অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী মুখ বলে দাবী করেন নেপাল মাহাতো। আর এবার সৌমিত্র খাঁর তাৎপর্যপূর্ণ বক্তব্যে জল্পনা তুঙ্গে। প্রকাশ্যে আনেন যে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষই হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী, মুকুল রায় সহ আরও একাধিক হেভিওয়েট নেতার বিজেপিতে একযোগে অবস্থানের ফলে মুখ্যমন্ত্রী মুখ নির্বাচনে স্বাভাবিকভাবেই নানান গুঞ্জন চলছিল রাজনৈতিক মহলে। তবে সৌমিত্র খাঁ এদিন স্পষ্ট জানান শুভেন্দুর নেতৃত্বেই ভাঙন তৃণমূলের এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ সামলাবেন দিলীপ ঘোষই। আরও বলেন, সংসারধর্ম করেননি দিলীপবাবু, তাই তার বিশ্বাস তিনিই রাজ্য চালাবেন। কখনো প্রধানমন্ত্রীকে সামনে রেখে প্রচার, আবার কখনো সৌরভ গঙ্গোপাধ্যায়ের যোগদান সংক্রান্ত গুঞ্জন - এসবের মাঝে সৌমিত্রর বক্তব্যই কি তবে বিজেপির অন্দরমহল থেকে উঠে আসা অন্তিম সিদ্ধান্ত? এখন সেটাই দেখার।