প্রজাতন্ত্র দিবসে উল্টো জাতীয় পতাকা তুলে বিপাকে দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/01/2021   শেষ আপডেট: 26/01/2021 2:50 p.m.
-

পতাকা তোলার আগে তো পরীক্ষা করে দেখিনি : দিলীপ

দেশের প্রতি শ্রদ্ধা ও সন্মান জ্ঞাপনের শুভলগ্নেই ঘটে গেল এক অনিচ্ছাকৃত কিন্তু গুরুতর ত্রুটি যা নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের সমালোচনার মুখে রাজ্য বিজেপি সভাপতি দীলিপ ঘোষ। আজ ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনকালে ভুলবশত উল্টো পতাকা তোলায় বিড়ম্বনায় পড়েন তিনি তথা তার দল। পরে এই "অস্বস্তিকর ঘটনা" নিজেই স্বীকার করেন।

আজ সকালে তারাপীঠে পুজো দিয়ে রামপুরহাট বিজেপি কার্যালয়ে যান রাজ্য বিজেপি সভাপতি। সেখানেই জাতীয় পতাকা উত্তোলনকালে বিপত্তি ঘটে, পতাকা তোলার পর দেখেন পতাকাটি উল্টো করে লাগানো হয়েছে। ভুল বুঝতে পেরে তড়িঘড়ি সেটি নামিয়ে সোজা করে আবার উত্তোলন করা হয় ও জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, "এটা একটা খুবই অস্বস্তিকর ঘটনা। পতাকা তোলার আগে তো পরীক্ষা করে দেখিনি। কিন্তু পতাকা তোলার সঙ্গে সঙ্গেই বিষয়টা আমার চোখে পড়ে। তখন নিজেই হাত লাগাই। তার পর সঠিক ভাবে জাতীয় পতাকা তুলি।" এরপর প্রত্যেককে সতর্ক করে বলেন "যারা ওই দায়িত্বে ছিলেন, তাঁদের পরে বলেছি, এমন ভুল যেন আর কখনও না হয়।" যদিও এই নিয়ে নেটদুনিয়ায় ইতিমধ্যেই বিজেপির 'দেশপ্রেম'কে কাঠগড়ায় তোলা হয়েছে, সাথে জুড়েছে হাস্যকৌতুকও। অনুব্রতর মতো তিনিও তারাপীঠে পুজো দিলেন, এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জানান "মা জানেন কারা কেমন। সেভাবেই মা আসন দেবেন।"