কোচবিহারের জনসভায় গিয়ে ফের হামলার মুখে পড়লেন দিলীপ ঘোষ, বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/04/2021   শেষ আপডেট: 07/04/2021 8:19 p.m.
-

কোচবিহারের শীতলকুচিতে দিলীপ ঘোষ আজ জনসভা করতে গিয়েছিলেন

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা সম্পন্ন হয়েছে গতকাল। তবে এই বছরে নির্বাচনে বিক্ষিপ্ত রাজনৈতিক অশান্তির খবর বারংবার সামনে আসছে। এবার আজ অর্থাৎ বুধবার ফের হামলার মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আজ উত্তরবঙ্গের শীতলকুচির এক জনসভায় গিয়েছিলেন। তার অভিযোগ সভা শেষে মাঠ ছেড়ে বেরোনোর সময় পিস্তল ও বোমা নিয়ে তাকে ঘিরে ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তিনি এও বলেছেন যে তার গাড়িতে দুটি বোমা লাগে। বোমা ছাড়াও তার গাড়ি লক্ষ্য করে আধলা ইট ছোঁড়া হয়। তার গায়ে ইট লাগে বলে অভিযোগ জানান তিনি।

দিলীপ ঘোষ গাড়িতে বসেই ফেসবুক লাইভে এসে বলেন, "আজকে আমাকে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তা আমার কাছে বেশ অভিনব। এর আগে আমার ওপর আক্রমণ হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি থাকার পর সভা করার পর কোনদিন হামলা হয়নি। বাংলায় তৃণমূল আশ্রিত তালিবান জঙ্গিরা থাকছে। সভা শেষ হওয়ার পর আমাদের ঘিরে ধরে বোমা এবং আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে। এখানে মানুষের জীবনের কোন সুরক্ষা নেই। তবে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ জানাব যাতে কোচবিহারের শান্তিপূর্ণভাবে ভোট হোক। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে জনসভা করছি আমরা। এটা আমার জীবনের একটি চরম অভিজ্ঞতা।"