কমছে তাপমাত্রা, কালীপুজোর আগেই শীতবিলাসীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/10/2021   শেষ আপডেট: 31/10/2021 1:26 p.m.
-

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস

কালীপুজোর আগেই শীত বিলাসীদের জন্য সুখবর। আজ রাত থেকেই কমবে তাপমাত্রা।আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, 'এখনও আনুষ্ঠানিকভাবে বাংলায় শীত আসেনি। শীতের আগমনের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে ইতিমধ্যে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। যে প্রক্রিয়া আরও চার-পাঁচদিন চলবে।' তবে আপাতত বেশ কয়েকদিনে কমবে তাপমাত্রা। বজায় থাকবে শীতের আমেজ। সকালে থাকবে হালকা কুয়াশা। এর সঙ্গেই আবার উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা।

আজ সকাল থেকেই শীতের দাপট বেড়েছে অনেকখানি। গত তিনদিনে কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা নামল প্রায় ৪ ডিগ্রি।সপ্তাহখানেক একইরকম আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। কালীপুজো এবং ভাইফোঁটাতেও থাকবে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।