রায়দিঘির সভায় আক্রমণের ফলস্বরূপ শোভন-বৈশাখীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন দেবশ্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/02/2021   শেষ আপডেট: 06/02/2021 4:24 p.m.
শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় - twitter @BJP4Bengal

উনি আদালতে গিয়েছেন তো! আদালতেই সব কিছুর জবাব পেয়ে যাবেন : বার্তা বৈশাখীর

বিধানসভা নির্বাচনের আগেই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়৷ তাঁর দাবি, "দীর্ঘদিন ধরে আমাকে অপমান করছে শোভন-বৈশাখী। আমি একজন শিল্পী, গোটা দেশ আমাকে চেনে। আমি এতদিন কিছু বলিনি। কিন্তু রায়দিঘিতে গিয়ে ওরা যা বলেছেন তা মেনে নেওয়া যায় না।"

সম্প্রতি, রায়দিঘিতে বিজেপির কর্মসূচিতে যান শোভন-বৈশাখী। সেখানেই রাজ্যের শাসকদলকে আক্রমণের পাশাপাশি রায়দিঘির দু’বারের বিধায়ক দেবশ্রী রায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

উল্লেখ্য, ২০১১ ও ২০১৬ সালে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে জিতে বিধায়ক হন দেবশ্রী। তৃণমূলের একাংশের মতে, দেবশ্রীকে জেতাতে সর্বশক্তি প্রয়োগ করেছিলেন শোভনবাবু।

আর তাই, সেই প্রসঙ্গেই বিজেপির হয়ে রায়দিঘির ময়দানে নেমে কলকাতার প্রাক্তন মেয়র দেবশ্রীকে জেতানোর জন্য এলাকাবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা করেন শোভন চট্টোপাধ্যায়।

এরপরেই, রায়দিঘিতে দেবশ্রী রায়ের বিরুদ্ধে শোভন-বৈশাখীর মন্তব্যের বেশ কিছু অংশ বাছাই করে মামলা দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এবিষয়ে শোভন-বৈশাখীর কোনো প্রতিক্রিয়া মেলেনি।