"খেলা হবে দিবসে", "খেলা হবে" গানের নতুন সংস্করণ বানালেন দেবাংশু ভট্টাচার্য, দেখুন ভিডিও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/08/2021   শেষ আপডেট: 16/08/2021 4:20 p.m.
facebook.com/510483432617087/

আজ ১৬ আগস্ট রাজ্যে "খেলা হবে দিবস" পালন করা শুরু হল

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) তৃণমূল কংগ্রেস (TMC) বড় মার্জিনে গেরুয়া শিবিরকে পরাজিত করে আগামী পাঁচ বছরের জন্য বাংলার মসনদে বসেছে। তবে তৃণমূল চলতি বছরের নির্বাচনে জিতে গেলেও নির্বাচনের কিছু মাস আগে দলের ভাঙ্গন কপালে ভাঁজ ফেলেছিল শীর্ষ নেতাদের। এমনকি একের পর এক প্রথম সারির নেতা বিজেপি শিবিরে যোগদান করায় দলীয় কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছিল। এইসময় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) "খেলা হবে" (Khela Hobe) স্লোগান তৈরি করেছিলেন। সেই স্লোগান থেকে তৈরি হয়েছিল নতুন গান। নির্বাচন দোরগোড়ায় উপস্থিত হওয়ার মুহূর্তে, রক্তগরম করা "খেলা হবে" গান তৃণমূল কংগ্রেসের প্রচারের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল এবং অনেক দলীয় কর্মী এই গানের তালে নিজেদের মনোবল ফিরে পেয়েছিল। শেষের দিকে তৃণমূলের প্রত্যেকটি জনসভা বা মিছিলে খেলা হবে গানের ডিজে ভার্সন শোনা গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্বাচনী প্রচারে এই "খেলা হবে" স্লোগান বারংবার ব্যবহার করতেন।

নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর তৃণমূলের অপ্রত্যাশিত ভালো ফলের ক্রেডিট অনেকটাই গিয়েছিল "খেলা হবে" গানের ওপর। এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ১৬ আগস্ট দিনটিকে "খেলা হবে দিবস" বলে ঘোষণা করেছিলেন। আজ সেই ১৬ ই আগস্ট। আজকের দিনে রাজ্যজুড়ে বিভিন্ন ক্লাবকে ফুটবল বিতরণ করা হবে। তবে সেই সাথে "খেলা হবে দিবসে", "খেলা হবে" গানের নতুন সংস্করণ প্রকাশ করলেন দেবাংশু ভট্টাচার্য। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নতুন "খেলা হবে" গানের ভিডিও প্রকাশ করেন। নতুন গানেও আগের মতই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পের কথা বলা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের জয়জয়কার করা হয়েছে।

নতুন "খেলা হবে" গান:

অসুস্থতায় কাহিল মন, স্বাস্থ্যসাথী আপনজন/

দিদির ম্যাজিক দেখবে তবে, নিরাময়ের খেলা হবে/

কম বয়সে বিয়ের দিন, মুছল এবার সেসব সিন/

শিক্ষা শেষে বিয়ে হবে, কন্যাশ্রীর খেলা হবে!/

সেই বিয়েতেও কষ্ট যদি, নো টেনশন, আছেন দিদি/

বাজবে সানাই মধুর রবে, রুপশ্রীর খেলা হবে!

......